এভারটন অভিশাপ থেকে আর্সেনালের মুক্তি
বদলি খেলোয়াড় লিয়ান্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে শিরোপা প্রত্যাশী আর্সেনাল ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে জয় নিশ্চিত করেছে। ম্যাচটিতে জিতেছে ১-০ গোল ব্যবধানে।
২০০৭ সালের পর গুডিসন পার্কে প্রথম জয়ের জন্য অবশ্য মিকেল আর্তেতার দলকে বেশ কষ্ট করতে হয়েছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ডের গোলে আর্সেনাল স্বস্তির জয় নিশ্চিত করে। যদিও পুরো ম্যাচে গানার্সরা তাদের প্রত্যাশামাফিক খেলতে পারেনি।
কিন্তু এভারটনের গতির সাথে সমান তালে পাল্লা দিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় ঠিকই তুলে নিয়েছে আর্তেতার শিষ্যরা। ম্যাচের আগে গানার্স বস খেলোয়াড়দের সতর্ক করে বলেছিলেন এভারটন ফাঁড়া কাটাতে হলে প্রতিপক্ষের শারিরীক সক্ষমতার সঙ্গে পাল্লা দিতে হবে।
আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর আর্সেনালের সামনে কাল ছিল আরও একটি বড় পরীক্ষা। কিন্তু ট্রোসার্ডের গোলে শেষ পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাবটি অপরাজিত থেকে টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে। টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে তারা দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
আর্তেতা বলেন, ‘দীর্ঘ সময় এখানে জয় পাওয়া হয়নি। আমরা আজ দারুন একটি ম্যাচ খেলেছি। কোন কিছুতেই ছাড় দেইনি। পুরো ম্যাচে আমাদেরই আধিপত্য ছিল। গোলের সংখ্যা আরো বড় হতে পারতো। এভারটন কোন সুযোগই তৈরী করতে পারেনি। এই জয়টা অত্যন্ত স্বস্তির। টোসার্ড দুর্দান্ত এক গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’
জয়বিহীন এভারটন পাঁচ ম্যাচ শেষে এখনো রেলিগেশন জোনে রয়েছে। গত দুই মৌসুমে কোনমতে রেলিগেশন থেকে রক্ষা পাওয়া এভারটন আর বিপদে পড়তে চায়না।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমএম)