‘জওয়ান’-এর তিন সপ্তাহ, আয় কমায় শাহরুখের বিশেষ অফার

দেখতে দেখতে বক্স অফিসে তিন সপ্তাহ পূর্ণ করে ফেলল শাহরুখ খানের ‘জওয়ান’। এখনো সিনেমাটি অপ্রতিরোধ্য। ‘জওয়ান’-এর গাড়ি যে সহজে থামানো যাবে না, তা বুঝিয়ে দিচ্ছে বক্স অফিস নম্বর। এখনো সিনেমাটি ভালোই আয় করছে বাজারে।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, বুধবার ভারতীয় বাজার থেকে শাহরুখ খানের সিনেমা সংগ্রহ করেছে ৫.১৫ কোটি রুপি। তৃতীয় বুধবারে এসে এই অঙ্কটা নেহাত মন্দ নয়। ২১ দিনে শুধু ভারত থেকে সিনোমটির আয় ৫৭৬ কোটি ২৩ লাখ রুপি।
বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছে, চতুর্থ সপ্তাহে দেশের বাজারে ৬০০ কোটি রুপির ব্যবসা করে ফেলবে ‘জওয়ান’। অন্যদিকে, বিশ্ব বাজারে সিনেমাটির আয় ১০২৪ কোটি রুপি।
এদিকে, ‘জওয়ান’-এর আয় কমতে থাকায় ‘একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি’ অফার চালু করেছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে দর্শক টানতে কোনো রকম সুযোগই ছাড়তে রাজি নন কিং খান। সে কারণেই তিনি নিয়ে এলেন ‘বাই ওয়ান গেট ওয়ান’-এর সুযোগ।
বুধবার রাতে নিজেই এ খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে শাহরুখ খান। বৃহস্পতিবার থেকে ‘জওয়ান’-এর একটা টিকিটের সঙ্গে আরেকটা মিলবে বিনামূল্যে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং করতে হবে অনলাইনে। বুক মাই শো, পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার। এখানে শাহরুখ খান রয়েছেন দ্বৈত চরিত্রে (বাবা-ছেলে)। এছাড়া রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, সানিয়া মলহোত্রা, প্রিয়ামাণি, ঋদ্ধি ডোগরাসহ অনেকে।
ডিসেম্বরের ২২ তারিখ ফের একবার বক্স অফিসে আসছেন শাহরুখ খান ‘ডাঙ্কি’ নিয়ে। রাজকুমার হিরানির পরিচালনায় কিং খানের এটি প্রথম কাজ। সঙ্গে নায়িকা হয়েছেন তাপসী পান্নু। সিনেমার দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র এবং ভিকি কৌশল।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কুইজে জেতা লাখ টাকা ক্যানসার আক্রান্ত সহকর্মীর চিকিৎসায় দিলেন রওনক হাসান

পরকীয়ার সমর্থনে বিস্ফোরক মন্তব্য টলিউডের অপরাজিতার

দেশের ৪৮ হলে চলবে বলিউডের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’

দোদুলের ‘মোবারক নামা’য় জেনি-ফারিয়া

সেরা করদাতা হলেন শোবিজের যেসব তারকা

তারেক মাসুদের জন্মদিন: নির্মাতা সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

শুভেচ্ছাদূত হলেন পরীমনি

সিআইডির ‘ফ্রেডি’ আর নেই

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট! বুবলীকে তুলাধুনা করলেন নেটবাসী
