ভারতের হয়ে এবার অস্কারে লড়বে মালায়লাম সিনেমা ‘২০১৮’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭
অ- অ+

চলতি বছর অস্কারের মঞ্চে ভারত পেয়েছে দুটি সম্মান। ডকুমেন্টারি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্রের অস্কার পায় কার্তিকী গনসালভেস ও গুনিত মোঙ্গার তথ্যচিত্র ‘দ্যা এলিফ্যান্ট হুইসপারার্স’।

অন্যদিকে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের জন্য অস্কার পান গানটির সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্রবোস। এবার ২০২৪ সালের অস্কারের অপেক্ষা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৪ সালের অস্কারের মঞ্চে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছে মালায়লাম সিনেমা ‘২০১৮’, যেটির ইংরেজি নাম দেওয়া হয়েছে ‘এভরিওয়ান ইন অ্য হিরো’।

২০১৮ সালের বন্যার কাহিনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই সিনেমাটি। পরিচালনা করেছেন অ্যান্থনি জোসেফ। এখানে অভিনয় করেছেন টোভিনো থমাস, কুনচাকো বোবান, আসিফ আলি, ভিনীথ শ্রীনিবাসন, অপর্ণা বালামুরালি।

চলতি বছরের মে মাসে ‘২০১৮’ সিনেমাটি মুক্তি পায় দক্ষিণ ভারতে। এটি সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মালায়লাম সিনেমার খ্যাতি অর্জন করেছে।

অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রির নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান গিরিশ কাসারাভাল্লি জানান, জলবায়ু পরিবর্তনের ওপর বানানো মালায়লাম সিনেমাটিকে এবারের অস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

গিরিশ জানিয়েছেন, ২০২৪ সালের অস্কারে ‘২০১৮’ সিনেমাটি বেস্ট ইন্টার‌ন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে লড়বে। গত বছর ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল গুজরাটি সিনেমা ‘দ্য ছেলো শো’। তবে অস্কারের দৌড়ে ছিটকে যায় সেই সিনেমা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা