মারামারির জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত! নেওয়া হবে আইনি ব্যবস্থা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৪:৩৭ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১৩:৪১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবার আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএলের তৃতীয় অর্থাৎ শেষ দিনের খেলা। শুক্রবার রাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায় এই সিদ্ধান্ত আয়োজকদের।

শনিবার সন্ধ্যায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে এও জানানো হয়েছে, সিসিএলের তৃতীয় অর্থাৎ শেষ দিনের খেলা আবার কবে অনুষ্ঠিত হবে, তা আরেকটি সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাতাহাতিতে জড়িয়ে পড়া দুই দলের অধিনায়ক পরিচালক দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজ। ছিলেন আরেকটি দলের পৃষ্ঠপোষক রাষ্ট্রপতি পুত্র প্রযোজক আরশাদ আদনানও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু সিসিএল স্থগিতই নয়, শুক্রবার রাতের খেলায় বিশৃঙ্খলা ও হাতাহাতির সঙ্গে যারা জড়িত, সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন এ সময় সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘মারামারির যে ঘটনাটি ঘটেছে, এটা সাংস্কৃতিক সমাজের প্রতিফলন নয়। আমাদের টিমের কেউ মারামারিতে জড়ায়নি। যে চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে, তারা আমাদের ওপর এসে হামলা করেছে।’

এই নির্মাতা অনুরোধ করেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি’- এই বাক্যটা লিখবেন না। লেখার আগে প্রতিটা ভিডিও ফুটেজ দেখে নেবেন। কেউ মারামারি করেনি। কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছে। এমনকি রাজের টিমের সদস্যরাও ঠেকিয়েছে।’

দীপন এ সময় এও দাবি করেন, দুই দলের হয়ে মূল খেলোয়াড় যারাই ছিলেন, তারা এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত ছিলেন না। সাপোর্টারের জার্সি পরা কয়েকজন মূলত হামলা করেন।

অন্যদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ দুঃখ প্রকাশ করে বলেন, ‘শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে, তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।’

শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে বৃহস্পতিবার থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়।

ম্যাচ শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন চিত্রনায়িকা রাজ রিপা। গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

একজন নারীর গায়ে হাত তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন স্বামী রাজের উদ্দেশ্যে বিস্ফোরক পোস্ট দেন চিত্রনায়িকা পরীমনি। রাজকে ‘এগ্রেসিভ জানোয়ার’ উল্লেখ করে লেখেন, রাজের জন্যই তিনি মাঠে যাননি।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :