প্রকাশ্যে ‘বলী’র জোড়া পোস্টার

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২০:১৮
অ- অ+

একটা নয়, একসঙ্গে প্রকাশ পেল এল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী (দ্য রেসলার)’ দুই পোস্টার।

পোস্টার দুটির ডিজাইন করেছেন মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমীন। একসঙ্গে দুই পোস্টার প্রকাশ্যের রহস্য জানতে চাইলে সিনেমার নির্মাতা জানান, বলী (দ্য রেসলার)’ সাগরপাড়ের গল্প। সাগরের মতোই সিনেমার মূলত: দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রুপ। সিনেমার দুটি পোস্টারে এই দুটো রুপ ধরা পড়েছে।

জানা গেছে, এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ‘বলী’। ‘বলী (দ্য রেসলার)’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে এরই মধ্যে বুসান পোঁছেছেন সিনেমার প্রযোজক পিপলু আর খান। এছাড়া নাসির উদ্দিন খান, ইকবাল হোসাইন চৌধুরী ও সহ-প্রযোজক সাইফুল আজিমের এই উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে।

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা