এল ফার্স্টলুক, অক্টোবরেই মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’

বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে নির্মাতা তানভীর হাসান নির্মাণ করেছেন ‘মধ্যবিত্ত’ শিরোনামের সিনেমা। বুধবার প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।
পোস্টারে শহর আর গ্রামের এক ছায়া ফুটে উঠেছে। এছাড়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিশির সরদার, ওমর মালিক, প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মীকেও দেখা গেছে।
সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক তানভীর হাসান।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা তানভীর হাসান বলেন, 'এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটি শ্রেণি বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন রেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।'
নির্মাতা জানান, অক্টোবরে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। ফার্স্টলুকের পর প্রকাশ হবে ট্রেলার। তারপর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএম)

মন্তব্য করুন