বেরোবির কলা অনুষদে নতুন ডিন ড. শফিক আশরাফ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদের নির্দেশে গতকাল শনিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাকে পরবর্তী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেন।
বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ এই পদে একই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের (তুহিন ওয়াদুদ) স্থলাভিষিক্ত হলেন।
ড. শফিক আশরাফ ২০১১ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কবিতা ও উপন্যাসও লিখেছেন তিনি। দেশজুড়ে তার উপন্যাস ‘পাউঠি’ বেশ সমাদৃত হয়। উপন্যাসটিতে তাতি সম্প্রদায়ের জীবনের উত্থান, পতন ও বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকার আখ্যান রচনা করেছেন ড. শফিক আশরাফ।
((ঢাকাটাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/এআর)