টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩১

২৭ বছর আজ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে নেদোরল্যান্ডসের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে নিউজিল্যান্ডস।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে কিউইরা। ডাচদের হারিয়ে অবস্থানটা আরও মজবুত করাটাই তাদের লক্ষ্য। এ ম্যাচেও দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

এর আগে, সবশেষ ২০২২ সালের মার্চে দ্বিতীয়বার দেখা হয় এই দুই দলের। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ব্ল্যাক-ক্যাপসরা। তিন ম্যাচই দাপটের সঙ্গে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে কিউইরা।

ওয়ানডে ক্রিকেটে এই পর্যন্ত চারবারের দেখায় ডাচদের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে ব্ল্যাক-ক্যাপসরা। তাই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ডের। অপরদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে নেদারল্যান্ডস।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার/অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপমান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারমান, বাস ডি লেডে, তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), সিব্রান্ড এঙ্গেলব্রেশ্চট, রলফ ফন ডার মারউই, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এনবিডব্লিউ/এআর)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :