ছয় জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:৪৪ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:৪২

ছয় জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- সাতক্ষীরা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, পঞ্চগড় ও ব্রাক্ষণবাড়িয়া। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সরোয়ার হোসেনকে সাতক্ষীরার এডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার মোর্শেদকে টাঙ্গাইলে, ঢাকা বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমাল পালকে সুনামগঞ্জ, বিএসটিআইয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনকে লক্ষ্মীপুর, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সীমা শারমিনকে পঞ্চগড় এবং লক্ষ্মীপুর রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরীকে ব্রাক্ষণবাড়িয়ার এডিসি করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধি অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা অর্পণ করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :