রাজনৈতিক কর্মীদের নিয়ে চিত্রনায়িকা মাহির এবারের জন্মদিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১১:১৯| আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:০৭
অ- অ+

ধুমধাম করে কখনোই জন্মদিন পালন করতে দেখা যায়নি চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। ঘরোয়া ভাবেই পরিবারের লোক এবং চলচ্চিত্রের কয়েকজন সহকর্মীকে নিয়ে এই উৎসব পালন করতে দেখা গেছে তাকে। তবে এ বছরের চিত্রটা একেবারেই ভিন্ন। এবার রাজনৈতিক কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন ‘পোড়ামন’ খ্যাত এই নায়িকা।

এক বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রের চেয়ে রাজনীতির মাঠে বেশি সময় দিচ্ছেন মাহিয়া মাহি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে দুটি পদ পেয়েছেন। আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলেও ঘোষণা দিয়েছেন। সে কারণে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মাহির চলাফেরা এবং ওঠাবসা এখন বেশি। জন্মদিনও পালন করলেন তাদের নিয়ে।

তারেক হাওলাদার নামে এক ছাত্রলীগ কর্মী বৃহস্পতিবার রাতে মাহির জন্মদিন পালনের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মাহিকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশে নায়িকার স্বামী রাকিব সরকারও রয়েছেন। ছবিগুলো পোস্ট করে তারেক হাওলাদার লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাবী। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।’

এছাড়া পাঁচ মিনিটের একটি লাইভও শেয়ার করেছেন ওই ছাত্রলীগ কর্মী। সেটিতে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অনুষ্ঠানস্থল দেখিয়েছেন, যেখানে বৃহস্পতিবার রাতে মাহির জন্মদিন পালন করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলের কর্মীদের দেখা মিললেও দেখা যায়নি শোবিজ জগতের কাউকেই। তবে কি তাদের জন্য আলাদা আয়োজন করবেন মাহি? সে উত্তর আপাতত অজানা।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোরে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। চলচ্চিত্রপাড়ায় সবাই তাকে মাহিয়া মাহি নামে চেনেন। তিনি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।

২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। খুব শিগগির তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন হয়ে যান। অনেকে বলেন, মাহি এমন একজন অভিনেত্রী, যার নামের জোরে অনেক সিনেমা ব্যবসায়িক সফলতা পেয়েছে।

ক্যারিয়ারে ‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘পোড়ামন’, ‘দেশা দ্য লিডার’, ‘কৃষ্ণপক্ষ’র মতো সিনেমাগুলোতে অভিনয় করে মাহি তার প্রমাণও দিয়েছেন। তবে কয়েক বছর ধরে চলচ্চিত্রে আর আগের মতো সরব নেই এই নায়িকা। তার হাতে নেই তেমন কোনো সিনেমা। আগে যে টাইট শিডিউল আর তুমুল ব্যস্ততা ছিল, তার ছিটেফোটাও নেই বর্তমানে।

(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা