জনগণের জানমাল রক্ষায় রাজপথ দখলে রাখবে: মৎস্যজীবী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ১৩:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করতে এবং জনগণের জানমাল রক্ষার জন্য রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ।

শনিবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসে এ কথা বলেন মৎস্যজীবী লীগের নেতারা।

এদিন আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আজগর নস্কনের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু করে জিপিও, গুলিস্তান, মহানগর নাট্যমঞ্চ ঘুরে আবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে গিয়ে শেষে হয়।

এসময় আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মুহাম্মদ আলম বলেন, ‘আন্দোলন সংগ্ৰামের মধ্য দিয়ে তৈরি হয়েছে আওয়ামী লীগ। এই সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে সবসময় সক্রিয় ছিল এখনো আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে অথচ বিভিন্ন সময় অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে দেশটাকে ছিন্নবিচ্ছিন্ন করেছে।’

তিনি বলেন, ‘বিগত টানা তিন মেয়াদে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এবং নতুন করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’ ‘দেশীয় ও আন্তর্জাতিক চক্র শেখ হাসিনার উন্নয়ন ভালো চোখে নেয়নি। তাই আজ বিএনপি জামায়াতকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত সরকার বিশ্বের মধ্যে পাঁচবারই দুর্নীতিতে চ‍্যাম্পিয়ন হয়েছিল। তাদের মুখে দুর্নীতির অভিযোগ মানায় না। ২০০৪ সালে যারা গ্ৰেনেড হামলা করে আওয়ামী লীগকে শেষ করে দিতে চেয়েছিল তাদের মুখে মানবতার কথা শোভা পায় না।’

মুহাম্মদ আলম আরও বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আগামী নির্বাচনের দিন পর্যন্ত দ্বাদশ নির্বাচনকে অর্থবহ এবং জনগণের জানমাল রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :