বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, ৭ গাড়ি ভাঙচুর, ছররাগুলিতে আহত ১

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৫:৩০ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৭

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোড়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ট্রাক-কভার্ড ভ্যান।

এছাড়া পুলিশের ছোড়া ‘রাবার বুলেটে’ এক নেতা আহত হয়েছেন বলে দাবি বিএনপির। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আহত মাহবুব আলম বগুড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ায় অন্তত ৭টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। রবিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর তেলিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটানো হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বর্তমানে পুলিশ পাহারায় মহাসড়কে যানবাহন চলাচল করছে।

শিশু খাদ্য পরিবহনের গাড়ির সহকারী মইনুল ইসলাম জানান, আমরা পার্বতীপুর থেকে দুধ নিয়ে গাজিপুর যাচ্ছিলাম। এখানে পুলিশ পাহাড়া দিয়ে আমাদের পাড় করে দিচ্ছিল। কিন্তু এই এলাকায় (তেলিপুকুর) হঠাৎ গলি থেকে একাধিক লোকজন বের হয়ে ইট পাটকেল ছুড়ে গাড়ির গ্লাস ভেঙে দেয়। ওরা সাত থেকে আটটা গাড়ি ভেঙেছে।

বগুড়া র‌্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, জনগণের নিরাপত্তায় র‌্যাব মাঠে আছে। সকালে তেলিপুকুর এলাকায় কিছু সমস্যা হয়ে হয়েছে। তবে এখন পরিস্থিতি সব স্বাভাবিক আছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, সকালে তেলিপুকুরে অবরোধকারীরা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালাতে থাকে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। অবরোধকারীরা আমাদের দিকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :