ডোমারে প্রবীণদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’-এর উদ্যোগে নীলফামারীর ডোমারের বামুনিয়ায় এলাকার প্রবীণদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বার মিয়ার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বাংলাদেশ শপ ওনার এন্ড বিজনেসম্যান সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় খেলাটির উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে, ৫নং বামুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মমিনুর রহমানের তত্ত্বাবধানে ও গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায়ের সমন্বয়ে এ সময় বিশেষ অতিথি আরও হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়লা আরজুমান বানু, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার প্রমুখ।
ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটের নেতৃত্বাধীন ‘যমুনেশ্বরী একাদশ’ ও সাইদুল ইসলামের নেতৃত্বাধীন ‘সন্দেশ একাদশ’। দুটি দলেরই প্রত্যেক খেলোয়াড়ের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে।
(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)