রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৮ জন আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পুলিশের ভাষ্য, আটককৃতদের কাছ থেকে ৬১৬০ পিস ইয়াবা, ১৭ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিদেশি মদ, ৭ বোতল বিয়ার ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন