দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারের অভিযোগে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৩
অ- অ+

১ কোটি ১০ লাখ র‍্যান্ড (প্রায় সাড়ে ৬ কোটি টাকা) পাচারের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। পরে ২০ হাজার র‍্যান্ড বা ১ লাখ ১৮ হাজার টাকার বিনিময়ে তাদের জামিন দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার তারা জামিন পান। একই মামলায় গত মার্চে আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম সানডে ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কিম্বারলিতে অবস্থিত বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজির করা হয় ৩৩ বছর বয়সী বাংলাদেশি রিপন ইউনুস ও ৩৪ বছরের আশরাফ গুলামমাহাদ প্যাটেলকে। এরআগে গত বুধবার দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষায়িত ‘হকস’ বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেছিলেন।

এ বিষয়ে নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো থিবে জানান, অভিযুক্ত ব্যক্তিরা চলতি বছরের মার্চে তাদের প্রতিষ্ঠানে ব্যবহৃত একটি ব্যাংকিং প্রক্রিয়ায় কারচুপি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইউনুস ও প্যাটেলকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মার্চেই একই অভিযোগে কিম্বারলি বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে আমিনুল ইসলাম (৩৯), ফজি উল্লাহ (৩৬) ও আতিকা আক্তার (২৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। পরবর্তীকালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

তিনি জানান, নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত ব্যাংকিং প্রক্রিয়ায় কারচুপির অভিযুক্তরা কয়েকবার ৫ লাখ ৬০ হাজার র‍্যান্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা) করে স্থানীয় এবং দেশের বাইরের একাধিক অ্যাকাউন্টে স্থানান্তর করতে থাকেন। এভাবে তারা মোট ১ কোটি ১০ লাখ র‍্যান্ড পাচার করেন।

থিবে আরও জানান, কিম্বারলির বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালত ইউনুস ও প্যাটেলকে জামিন দিয়েছেন এবং অভিযুক্ত পাঁচজনকেই একসঙ্গে হাজির করার জন্য ২০২৪ সালে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটি মুলতবি করেছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা