আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি, নেই সাকিব

আগামী বছর মাঠে গড়াবে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)১৭ তম আসর।আসরটি ঘিরে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়েছে আয়োজকদের । নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। যার জন্য ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। সেখানে নাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারের।
তবে সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের নাম নেই তালিকায়। এমনকি নেই গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা লিটন দাসের নামও। সাকিব-লিটন দুজনকেই এবার কলকাতা নিলামের আগেই ছেড়ে দিয়েছিল।
নিলামে নাম থাকা ৬ বাংলাদেশি ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। এরমধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন কাটার মাস্টার ফিজ।
ফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, হ্যারি ব্রুক, মুজিব উর রহমান, বন ডাকেট, আদিল রশিদ, ক্রিস ওকস, রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেনদের।
এছাড়া সর্বোচ্চ ভিত্তিমূল্যের ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন— মুজিব-উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
সবমিলিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবেন। যাদের মধ্যে ৩০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার। সর্বসাকুল্যে ২৬২.৯৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে দলগুলো।
(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন