শামীম ওসমানের আসনে ৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল দুই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫০| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৮
অ- অ+

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ একাধিক অনিয়ম ও জালিয়াতির দায়ে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে এ তথ্য জানান। মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী হলেন- মো. রাশেদুল ইসলাম ও কাজী দেলোয়ার হোসেন৷ এই আসনে টানা দুইবারসহ তিনবারের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান৷

মাহমুদুল হক জানান, মো. রাশেদুল ইসলামের জমা দেওয়া ১% ভোটারের স্বাক্ষরে একজন প্রবাসীর নাম পাওয়া গেছে৷ এছাড়া দুইজন ভোটারের স্বাক্ষরে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে৷ অন্যদিকে কাজী দেলোয়ার হোসেন ফরম সঠিকভাবে পূরণ করেননি।

নির্বাচনি এলাকার ১% ভোটারের স্বাক্ষরও জমা দিতে পারেননি তিনি।

বৈধ বলে গণ্য হওয়া ৯ প্রার্থী হলেন- শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল- জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম আহ‌মেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ-উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা