চোরাই মোবাইল বিক্রির স্পটে অভিযান চালাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭
অ- অ+

হারানো মোবাইল সেট উদ্ধার তৎপরতার পাশাপাশি এখন থেকে চোরাই মোবাইল বিক্রির স্পটগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করবে পুলিশ। মঙ্গলবার পুলিশকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

এদিক সকালে পুলিশ হেডকোয়ার্টাসে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

এসময় অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম কিশোর অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মোবাইল সেট ছিনতাই/চুরি প্রতিরোধে টহল জোরদার এবং সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পুলিশের মিডিয়া বিভাগ জানায়, হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা তুলে ধরা হয়। এতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এসআইএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন
শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা