দোদুলের ‘মোবারক নামা’য় জেনি-ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯
অ- অ+

গুণী নির্মাতা গোলাম সোহরাব দোদুলের নতুন ওয়েব সিরিজ ‘মোবারক নামা’। এই সিরিজে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর ফের কাজে সরব হলেন দুই অভিনেত্রী জেনি এবং শবনম ফারিয়া। এর মধ্যে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন জেনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গোলাম সোহরাব দোদুল একজন গুণী নির্মাতা। কাজটি করার জন্য বেশ কিছুদিন নিজেকে প্রস্তুত করতে হয়েছে। এককথায় বলতে গেলে, ‘মোবারক নামা’ একটি কোর্টরুম ড্রামা। এই সিরিজে আমাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।’

জেনি জানান, ‘আমি চেষ্টা করেছি সেরাটা দিয়ে অভিনয় করতে। সবমিলিয়ে প্রথম ওয়েব সিরিজে কাজ করে আমি সন্তুষ্ট। আমার বিশ্বাস, সিরিজটি দর্শকদের ভালো লাগবে।’ জেনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি অভিনয়ে অনেক বেশি মনোযোগী। মাঝে নানা কারণে অভিনয় করা হয়নি। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করব। তবে গড়পড়তা সব গল্পে নয়।’

অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘নানা কারণে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলাম। এরপর যখন এই সিরিজের চিত্রনাট্য পেলাম তখন মনে হলো, এটি আমি করতে পারি। আশা করছি, ওয়েব সিরিজটি সব শ্রেণির দর্শকেরই ভালো লাগবে।’

জানা গেছে, ‘মোবারক নামা’ শবনম ফারিয়া অভিনীত তৃতীয় ওয়েব সিরিজ। এতে তাকে দেখা যাবে সিরিজটির মূখ্য চরিত্র মোবারকের স্ত্রী নিতুর ভূমিকায়।

গোলাম সোহরাব দোদুল এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্পে। আগামী ২১ ডিসেম্বর ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে সিরিজটি। দুই অভিনেত্রীর মতো ‘মোবারক নামা’ নিয়ে নির্মাতা দোদুলও বেশ আশাবাদী ।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু তৌহিদী নয়, সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা