সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:৩৫
অ- অ+

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা-কোমরপুর স্লুইসগেটসংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খবর দেন। তাদের কাছ থেকে জানতে পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

মনিরুল ইসলাম কুলিয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা বলেন, ‘ভাতশালা-কোমপুর স্লুইসগেট-সংলগ্ন খালে মনিরুল ইসলাম মাছ ধরতে যান। প্রতিদিনের মতো বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফেরেননি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতিপূর্বে কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা