মনোরমা বসুকে নিয়ে অনুর তথ্যচিত্র

স্বনামধন্য বিপ্লবী, সমাজসেববক, স্বদেশি আন্দোলনের নেত্রী মনোরমা বসু- যিনি সবার মাঝে ‘মাসীমা’ উপাধিতেই সমধিক সুপরিচিত। বরিশালের কিংবদন্তি চরিত্র মনোরমা বসু মাসীমা তার সুদীর্ঘ কর্মজীবন উৎসর্গ করেছিলেন শুধুমাত্র দেশ ও মানুষের কল্যাণে।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ- তিনি একইভাবে সংগ্রাম করে গেছেন দেশমাতৃকার জন্য।
এই প্রথম সেই মাসীমাকে নিয়ে নির্মিত হয়েছে তার জীবনভিত্তিক তথ্যচিত্র। নাম ‘দি লাইট হাউজ-জার্নি অব মনোরমা বসু’। এটি নির্মাণ করেছেন নির্মাতা রুহিনা তাসমিন অনু। সম্প্রতি বরিশাল শহরের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এর প্রদর্শনী হয়।
উল্লেখ্য, মনোরমা বসু মাসীমা ১৮৯৭ সালের ১৮ নভেম্বর বরিশাল জেলার বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ১৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন