স্বামীর মৃত্যুর দুই ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ২১:৫৫
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর দুই ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী জোসনা বেগম (৫০)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হন এ দম্পতি।

নুরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। জোসনা বেগমের বাপের বাড়ি একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নে। তারা ব্যক্তি জীবনে পাঁচ সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতের খাবার শেষে নুরুল ইসলাম প্রতিদিনের মতো স্বাভাবিভাবে ঘুমিয়ে পড়েন। পরে আজ সকাল ৮টার দিকে আকস্মিক তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা তার স্ত্রী জোসনা বেগমও স্বামীর মৃত্যুুর দুই ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। তিনি জানান, ওই দম্পতির নামাজে জানাজায় অংশ নিয়েছিলাম। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা