হবিগঞ্জে অসুস্থ যুবদল নেতাকে কারাগার থেকে ডান্ডাবেড়ি পরিয়ে নেওয়া হলো হাসপাতালে

হবিগঞ্জ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ (৪৫)।
সোমবার তাকে ডান্ডাবেড়ি পরিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কারাকর্তৃপক্ষ।
জেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সেতু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি মানুষ মৃত্যুশয্যায়। অথচ তাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি চরম অমানবিক। তিনি মারাও যেতে পারতেন। ডান্ডাবেড়ি পরা অবস্থায় একজন মানুষ মারা গেলে এর চেয়ে দুঃখজনক কী হতে পারে! রাজনীতি করাতো অন্যায় নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
জালাল আহমেদের আইনজীবী আফজাল হোসেন বলেন, ‘জালাল আহমদের বিরুদ্ধে ৩৫টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি কারাভোগ করে জামিনে রয়েছেন। সম্প্রতি আরও একটি মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গুরুতর অসুস্থ একজন রোগীকে ডান্ডাবেড়ি পরানোর ঘটনা ‘নজিরবিহীন’ বলে তিনি উল্লেখ করেন।
কারাগার ও যুবদল সূত্র জানায়, প্রায় তিন মাস আগে নবীগঞ্জ উপজেলার একটি পুরোনো মামলায় জালাল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬ অক্টোবর আদালত তাকে জামিন দেন। ওই দিনই পুলিশ জেলার চুনারুঘাট উপজেলায় অপর একটি মামলায় তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে সোপর্দ করা হয়। যদিও তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি নন।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এআর)

মন্তব্য করুন