সহিংসতা হয়েছে, মোটাদাগের ঘটনা ঘটেনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৪ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫২

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। তবে মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেনি । তিনি বলেন, ‘ভোটের আর কয়েকটা দিন আছে। আমরা আমাদের আবেদন রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় মানবাধিকার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

মানবাধিকার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, ‘তিনি নির্বাচনে মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন যে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং নির্বাচিত করা এটি একটি ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। শুধু আমাদের সংবিধান নয়, ইউনিভার্সাল ডেকোরেশন অফ হিউম্যান রাইটস এবং পলিটিক্যাল রাইটস, যেগুলোতে আমরা স্বাক্ষর করেছি। সেগুলোতে এ বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।’

তিনি বলেন, ‘তিনি (মানবাধিকার চেয়ারম্যান) আমাদের যে সহযোগিতা করতে চান, আমরা যে সহযোগিতা করতে চাই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই জিনিসগুলো গ্রাজুয়েলি যদি আমরা উনাদের বোঝাতে সক্ষম হই যে সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতেও নির্বাচন করা সম্ভব, সেই লক্ষ্য আমাদের প্রয়াস অব্যাহত থাকা উচিত। এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব বা নির্বাচন করেন, তাদের এই বিষয়গুলো অনুধাবন করে সংহিসতার পথ থেকে সরে এসে অহিংস পদ্ধতিতে সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগদানে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে অনুপ্রাণিত করা উচিত।’

সিইসি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হতে হবে। অবাধ,সুষ্ঠু না হলে ভোটাধিকার প্রয়োগ হবে না। অবাধ, সুষ্ঠু ভোটের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে মৌলিক মানবাধিকার অবশ্যই বিঘ্নিত হবে। সেই লক্ষ্যে আমাদের যৌথভাবে কাজ করা উচিত বলে ওনারা মনে করেন, আমরাও সহমত পোষণ করছি।'

তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে মানবাধিকার চেয়ারম্যানও বিশ্বাস করেন, পারস্পরিক আস্থাটা খুবই কম। দলের মধ্যে পারস্পরিক আস্থা থাকা দরকার,তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যেও ওটা নিচের দিকে যাবে। এতে প্রার্থী হিসেবে তাদের মধ্যে পারস্পরিক আস্থার সংস্কৃতি গড়ে ওঠা উচিত। তা না হলে আমাদের রাজনীতিতে বা নির্বাচনি প্রক্রিয়ায় সহিংসতা টা কিছুটা থেকে যাবে।’

গণমাধ্যমের ভূমিকার কথা বৈঠকে উঠেছে জানিয়ে সিইসি বলেন, ‘গণমাধ্যমের ভূমিকাটার কথাও তিনি বলেছেন। গণমাধ্যমের ভূমিকা বস্তুনিষ্ঠ হওয়া প্রয়োজন। অনেক সময় গণমাধ্যমে যে অংশটুকু তারা প্রয়োজন, ওই অংশটুকু কেটে নিয়ে আগে-পিছে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটাও অনেক সময় করে। তাই গণমাধ্যমকেও আরো দায়িত্বশীল হওয়া উচিত। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সার্বিক নির্বাচন প্রক্রিয়ায় বা রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন বলে উনি মনে করেন। আমরা সহমত পোষণ করেছি।’

শাসক দলের প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করছেন, আপনারা মানাতে পারছেন না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে সভা করেছি। তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ পাইনি। প্রশাসনের ওপর তাদের আস্থা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া এগুলো হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা একেবারেই হয়নি,সেটা বলছি না। আশাকরি, গ্রাজুয়েলি এটা আর কয়েকটা দিন আছে, আমরা আমাদের আবেদন রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। একটা সময় প্রচারণা বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন,‘ভোটের দিন পোলিং এজেন্টকে ভারসাম্য রক্ষা করতে হবে। সেখানে অবাঞ্ছিত লোক যাতে প্রবেশ করতে না পারো এবং বাহির থেকে ভেতর থেকে গণমাধ্যম যদি অনিয়ম প্রচার করতে পারে, আমরা এটাকে স্বাগত জানাবো। তাহলে নির্বাচনের ক্রেডিবিলিটি বেড়ে যাবে এবং রং পারসেপশন হওয়ার সুযোগ কম হবে। আমরা আশাবাদী।’

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এলএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

দেশের তাপমাত্রা মে মাসে রেকর্ড ভাঙার আশঙ্কা

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :