নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৫টি দেশ থেকে আবেদন করেছেন ১৮০ জন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৭ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩১

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে এ পর্যন্ত ১০টি দেশ নিশ্চিত হয়েছে। পর্যবেক্ষক হতে চেয়ে আবেদন করেছে ৩৫টি দেশ থেকে ১৮০ জন। ইতোমধ্যে নিশ্চিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এসব তথ্য জানান।

মুখপাত্র বলেন, ‘মোট ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এছাড়াও, বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন।’

নির্বাচনি সংবাদ সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরাও ইসির কাছে ভিসা সংক্রান্ত আবেদন করেছেন। সেহেলী সাবরীন জানান, এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই অ্যাক্রিডেশন নিশ্চিত করা হবে। এরই মধ্যে অনেকের নিশ্চিত হওয়া ভিসা প্রক্রিয়ার জন্য যোগাযোগ চলমান রেখেছে ইসি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য কী পরিমাণে বরাদ্দ রাখা হয়েছে এই প্রশ্নের জবাবে তিনি জানান, এটি মূলত দেখভাল করছে ইসি। নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এসআরপি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

দেশের তাপমাত্রা মে মাসে রেকর্ড ভাঙার আশঙ্কা

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :