দিনাজপুরে বই উৎসবে নৌকার প্রচারণা, অধ্যক্ষকে শোকজ

দিনাজপুরের খানসামা উপজেলায় বই উৎসবের অনুষ্ঠানে নৌকার প্রচারণা চালানোর অভিযোগে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েক খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ অভিযোগে অধ্যক্ষ মোনায়েম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে। যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষতি। এ বিষয়ে বিধি মতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজউদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন