ঢামেকের পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬
অ- অ+
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান (বামে) ও অন্যান্যদের সঙ্গে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে তিনি দ্বায়িত্ব বুঝে নেন।

নির্দেশনা অনুযায়ী তিনি বেশ কিছুদিন আগে হাসপাতালে যোগদান করলেও আজ দায়িত্ব পেলেন। বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে দেশের সর্ববৃহৎ একটি সরকারি হাসপাতাল। এ হাসপাতালটি হচ্ছে রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে অসহায় দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য।’

‘রাজধানীসহ সারা বাংলাদেশ থেকে রোগীরা রেফার হয়ে চিকিৎসা নিতে ঢামেকে আসেন। রোগীদের চিকিৎসার মান আরও কীভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা অলরেডি হাতে নেওয়া হয়েছে’ বলেও জানান তিনি।

তিনি বলেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী নার্স, সহ সকল স্বাস্থ্যকর্মীদের একটিই কাজ হবে— রোগীদের উন্নতমানের চিকৎসা সেবা দেওয়া।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও বলেন, রোগীদের চিকিৎসায় কোনো অনিয়ম ও হাসপাতালের ভিতরে দালাল প্রবেশ নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে রোগীদের চিকিৎসার কোনো গাফলিতি যেন না হয় সেজন্য হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ঢামেকের এই নতুন পরিচালক।

এছাড়াও বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা