রংপুরে ভোট দেবেন স্পিকার-বাণিজ্যমন্ত্রীসহ প্রার্থীরা

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:০৮ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

রংপুরে নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট দেবেন নির্বাচনে স্পিকার-বাণিজ্যমন্ত্রীসহ প্রার্থীরা।

এরইমধ্যে রংপুর-১ (গংগাচড়া) আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বহিস্কৃত) ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা তার নির্বাচনি এলাকা গংগাচড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেবেন। তিনি সকালে ভোট দেবেন বলে জানা গেছে। রাঙ্গা এবার স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে লড়ছেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে বদরগঞ্জ হাইস্কুল কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোট দেবেন পীরগাছার জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সকালেই ভোট দেবেন বলে জানা গেছে।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের বর্তমান সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এবার তার ছেলে রাশেক রহমান এই আসন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইচ এন আশিকুর রহমান ও ছেলে রাশেক রহমান মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর কেন্দ্রে ভোট প্রদান করবেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভোট দেবেন লালদিঘি উচ্চ বিদ্যালয় ও মকিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তবে তিনি কখন ভোট দেবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :