পূবাইলে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৭
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে বাবার সঙ্গে অভিমান করে পারভেজ হোসেন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২২) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাসাইল ভানারী গ্রামের সাইজ উদ্দিন সিকদারের ছেলে। তিনি রাজমিস্ত্রি ও ডিশ লাইনের কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পুনরায় আবার নিজ শয়ন কক্ষে বিছানার মধ্যে শুয়ে থাকেন পারভেজ। পরে কিছু বিষয় নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। কিছুসময় পর পারভেজের রুমের দরজা ধাক্কা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে তার পিতা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় করমতলা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন হিরো আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা