মাদারীপুরে তীব্র শীত ও কুয়াশায় ফাঁকা রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:২৪
অ- অ+

মাদারীপুরের পাঁচটি উপজেলায় গত এক সপ্তাহ ধরে তীব্র শীত, কুয়াশা আর সামান্য বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের পাশাপাশি বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টা বৃষ্টি হয়। এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ চরম বিপাকে পড়ে।

স্কুল, কলেজের শিক্ষার্থীরাও যেতে পারিনি শিক্ষা প্রতিষ্ঠানে। সকালে জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, তীব্র শীতে মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলার মানুষ চরম বিপাকে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নিন্ম আয়ের মানুষ খুবই ভোগান্তির শিকার হয়েছে। সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগে চিকিৎসা নিতে দেখা গেছে। অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বৃষ্টি ও কুয়াশার কারণে কৃষিজাত পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে জানিয়েছে কৃষকরা।

আলী হোসেন রিপন নামে এক ব্যবসায়ী জানান, সকালে বৃষ্টি ও শীতের কারণে ঘর থেকে বের হতে পারি নাই। দুপুরের দিকে বৃষ্টি কমে গেলে ঘর থেকে বের হই। এ বছর মাদারীপুরে প্রচুর শীত পড়ছে। তীব্র শীতে মানুষের খুব কষ্ট হচ্ছে।

মাদারীপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জেলায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শূন্য দশমিক আট মিলি। আগামী দুই-তিনদিন পরে মাদারীপুরের তাপমাত্রা আরও অনেক কমে যাবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা