বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
শ্রদ্ধা নিবেদনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীসহ বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এবং পাবনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন