বিপিএল: কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫১| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:০০
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দশম আসরের সিলেট পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে কুমিল্লার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট দলের অধিনায়ক মাশরাফি বিন বিন মোর্ত্তজা।

ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলনীতে থাকা সিলেট চায় নিজেদের মাঠে জয় তুলে নিতে।ঢাকা পর্বে মাশরাফীর ফিটনেস নিয়ে অনেক সমালোচনা হলেও সিলেট পর্বের প্রথম ম্যাচে দলের নেতৃত্বভার থাকছে তার হাতেই।

অন্যদিকে ২ ম্যাচে কেলে এক ম্যাচে জয় ও আরেক ম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স চায় জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। এ ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে লিটন দাসের দলের সামনে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে এক ঝাঁক পরিবর্তন এনেছে সিলেট। বেনি হাওয়েলের বদলি হিসেবে দলে এসেছেন রায়ান বার্ল। শ্রীলঙ্কার দুশন হেমন্তের বদলে সামিত প্যাটেলকে নিয়েছে দলটি। আর নাজমুল ইসলামের বদলি হিসেবে পেসার রেজাউর রহমান রাজাকে নিয়েছে দলটি।

সিলেটের একাদশ

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগারাভা। কুমিল্লা একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, ইমরুল কায়েস, রস্টন চেজ, জাকের আলী, খুশদিল শাহ, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, আলিস ইসলাম।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা