কুষ্টিয়ায় পৃথক রশিতে পাশাপাশি ঝুলছিল বাবা-ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৬| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৫১
অ- অ+

কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড মঙ্গলবাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ধর্মান্তরিত বাবা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া পৌরসভার আলফার মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে রেজাউল করিম মধু (পূর্বের নাম মধুসূদন রায়) (৩৮) ও তার শিশুপুত্র মুগ্ধ হোসাইন (৭)।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়ার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মধু প্রায় ৮ বছর পূর্বে ধর্মান্তরিত হয় এবং মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মন্ডলের মেয়ে শেফালি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, মধু শনিবার দুপুর ১২টার দিকে ছেলে মুগ্ধকে হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় মা শেফালি বিকাল ৩টার দিকে তাদের ভাড়া বাসায় আসেন। এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। এরপর কোনো সাড়া না পেয়ে জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় তার স্বামী ও সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে আছে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে একই অবস্থা দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে তারা কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাবা-ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা