বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা- বোন, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু)। এরপর সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), মো. নজরুল ইসলাম, সাইমুম সরওয়ার ও মাশরাফি বিন মুর্তজা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা