দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০
অ- অ+

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শীর্ষ স্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর এখন ২৫৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থা নির্দেশ করে।

রবিবার সকাল ৯টা ১৩ মিনিটেও বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য দেওয়া হয়েছে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের স্কোর ২১২, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১; চতুর্থ ভারতের কলকাতা, স্কোর ২০৫; পঞ্চম চীনের উহান, স্কোর ১৯৬; ষষ্ঠ ভারতের মুম্বাই, স্কোর ১৮৭; সপ্তম মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৮০; অষ্টম চীনের সাংহাই, স্কোর ১৭৪; নবম চীনের চেংডু, স্কোর ১৬৭; দশম স্থানে রয়েছে চীনের শেনইয়াং, স্কোর ১৬৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা