আগামীকাল ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু

২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামীকাল (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে একযোগে শুরু হবে। সংশোধিত সময়সূচি অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১১টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আগামী ১৩ মে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/পিএস)

মন্তব্য করুন