হবিগঞ্জে গোডাউনে আগুন, কোটি টাকার মালামাল ভস্মীভূত

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ০৮:৪৫| আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:১৪
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে একটি গার্মেন্টের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে প্রায় কোটি টাকার মালামাল।

শুক্রবার রাত সাড়ে ৮টায় কামিনী প্লাজা পাল গার্মেন্টসের পঞ্চম তলার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ৮টায় হঠাৎ পাল গার্মেন্টসের পঞ্চম তলার গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিল্ডিং থেকে সবাই বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পাল গার্মেন্টস ও গোডাউনের মালিক সুখ দেব পাল জানান, ঈদ উপলক্ষে প্রায় এক কোটি টাকার মালামাল গোডাউনে রাখা ছিল। সব মালামাল পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/০২মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা