রেলের টিকিট কালোবাজারে, ৮১ আসনের ৩৭টি টিকিট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ১৭:৩৩| আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:৪৭
অ- অ+

রেলের টিকিট কালোবাজারি চক্রের চিহ্নিত সদস্য আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা রেলওয়ে ডিবি পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৮১ আসনের ৩৭টি টিকিট উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকালে তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ঢাকা রেলওয়ে জেলা ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে বিশেষ অভিযান চালায়। এ সময় চিহ্নিত টিকিট কালোবাজারি আরিফকে ভিন্ন ভিন্ন ট্রেনের বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশের টিকিট কালোবাজারি রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আনোয়ান হোসেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পূর্বেও টিকিট কালোবাজারির অভিযোগে একটি মামলা ছিল। তার বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় মামলা হবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি
তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি
মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা