গজারিয়ায় গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ টিপু সুলতান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নে কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টিপু সুলতানের বাড়ি ঢাকা খিলগাও এলাকার মৃত মো. আলাল উদ্দিনের ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রাজিব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভবেরচর ইউনিয়নে কালীতলা এলাকায় ওবায়দুল কাদের খোকনের ওষুধের দোকানের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত টিপুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
(ঢাকা টাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন