নোয়াখালীতে মধ্যরাতে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:২৪ | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ০৯:১৬
স্থানীয়রাও আগুন নেভাতে চেষ্টা করে

মধ্যরাতে নোয়াখালীর সদর উপজেলার মন্নান নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি ও কাপড়সহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি চা দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে বাড়িতে যায় দোকানীরা। ঈদকে সামনে রেখে বাড়তি ব্যস্ততায় কিছু দোকান তখনো চলছিলো। হঠাৎ বন্ধ থাকা একটি দোকানের ভেতর থেকে আগুন জ্বলতে শুরু করে এবং তা মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু বেশ কিছু দোকান পুড়ে যায়। এতে প্রায় ২কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, ‘বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :