শেরপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ২৩:১৯

শেরপুরের শ্রীবরদীতে ভিজিএফের চাল বিতরণকালে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

সোমবার উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের পক্ষ চাল বিতরণে ওই অভিযোগ ওঠে।

চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হিসেবে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ। অথচ তিনি উপস্থিত থাকলেও ছিলেন নীরব। পরে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে রানীশিমুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। চালের ওজন মাপার জন্য গোডাউনে রয়েছে ডিজিটাল স্কেল মেশিন। তবে এটি ব্যবহার হচ্ছে না। চাল বিতরণ করা হচ্ছে প্লাস্টিকের বালতি দিয়ে। অনুমান করে চাল বিতরণ করা হচ্ছে।

এতে কেউ পাচ্ছেন ৭ কেজি। কেউবা ৮ থেকে ৯ কেজি। কেউবা স্লিপ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন বাড়িতে।

বয়োবৃদ্ধ জমিলা বেগম বলেন, ‘১০ কেজি চাল দিব বলে শুনছি। দিছে ৮ কেজি।

বিলভরট গ্রামের সাইফুল্লাহ, উমর আলী, আয়শা বেগমসহ হতদরিদ্র অসহায় অনেকে জানান, ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ৭ কেজি করে চাল দিয়েছে। রানীশিমুল গ্রামের জহিরুল নামে এক উপকারভোগী বলেন, আমাকে ৮ কেজি চাল দিয়েছে। তিনি আরও বলেন, চেয়ারম্যান আমাদের চাল কম দিচ্ছে। আর তার নিজের লোকজন গড়ে ৪-৫ টা করে স্লিপে চাল নিয়ে যাচ্ছেন। আমরা এর বিচার চাই।

তবে অভিযোগের বিষয়ে রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, আগে থেকেই বালতি দিয়ে চাল পরিমাপ করা হয়েছে। বালতি ভরে চাল দিলে কম হবার সুযোগ নেই। কর্মীরা হয়তো তাড়াহুড়োর কারণে মাপে কম দিতে পারে। তবে আমার লোক উপস্থিত ছিল।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখেছেন। তিনি পরিমাপ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে সঠিকভাবে বিতরণ করা হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে আমি উপস্থিত হয়েছিলাম। চেয়ারম্যানসহ ট্যাগ অফিসারকে চাল বিতরণে ওজনসহ সঠিকভাবে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, ভিজিএফের চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। কোথাও কম দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :