সম্পত্তি নিয়ে বিরোধ, জামাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেলো শ্বশুরের

জামালপুরের মেলান্দহে সম্পত্তি বিরোধের জেরে জামাইয়ের কুড়ালের আঘাতে শ্বশুর মোগল মোল্লা (৫৫) নিহত হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহত মোগল মোল্লার মেয়ে জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোগল মোল্লা মারা যান।
নিহত মোগল মোল্লা উপজেলার খাশিমারা গ্রামের মৃত মোছকত মোল্লার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মোগল মোল্লার মেয়ে জামাই আব্দুল লতিফ (৩৮) তার বাবা মুন্সি নাংলা গ্রামের হইবর রহমান (৬০) ও খাশিমারা গ্রামের ফটিক মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪৫)।
মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শ্বশুর মোগল মোল্লা ও মেয়ে জামাই আব্দুল লতিফের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিয়ের পর থেকেই আব্দুল লতিফ তার শ্বশুর বাড়িতে থাকতো। গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে নিজস্ব জমির একটি নালায় মোগল মোল্লা ও তার ছোট ভাই মুকুল মোল্লা মাছ ধরতে যায়। এসময় আব্দুল লতিফ তার শ্বশুর মোগল মোল্লাকে মাছ ধরতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল লতিফ কুড়াল দিয়ে মোগল মোল্লার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোগল মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৩টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত মোগল মোল্লার স্ত্রী মোছাম্মৎ সানোয়ারা বেগম (৫৩) বাদী হয়ে সাতজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, এ ঘটনায় নিহতের জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন