সিদ্ধিরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ১৫:২৪| আপডেট : ১৩ জুন ২০২৪, ১৫:৩৩
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে জিপা আক্তার (১৮) নামে এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

নিহত জিপা আক্তার নেত্রকোণা জেলার আবুল কালাম আজাদের মেয়ে। সে তার স্বামী আলামিনের সঙ্গে সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকার আবু সাঈদের বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, ভিকটিম ও তার স্বামী মজিববাগ এলাকার আবু সাঈদের ৪ তলায বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তারা উভয়ে আদমজী ইপিজেডস্থ অনন্ত গার্মেন্টসের চাকরিজীবী ছিলেন। জিপা আক্তার হঠাৎ আজ সকালে তার বাসার বেলকনির সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃতদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মনজুরুল ইসলাম বলেন, ভিকটিমের সঙ্গে তার স্বামীর ঝগড়া ছিল। তার স্বামী তাকে না জানিয়ে একটি বিয়ে করেছিলেন। এরপর থেকে তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। ভিকটিমের স্বামী তাকে না জানিয়ে একা গ্রামের বাড়িতে যাওয়ায় তাদের মধ্যে আবারও ঝামেলা হয়। সেই জেদে আজ আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছি।

স্বামীকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না স্বামীকে আটক করা হয়নি। সে তার স্ত্রীর মরদেহের সঙ্গে আছেন। ময়নাতদন্তের পর জানানো যাবে।

(ঢাকা টাইমস/১৩জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা