বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধস মামলা, ১২ বছর পর ৮ জনের কারাদণ্ড

প্রায় ১২ বছর আগে চট্টগ্রামের বহদ্দারহাটে ধসে পড়েছিল নির্মাণাধিন ফ্লাইওভারের গার্ডার। এতে চাপা পড়ে ১৩ জন নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুলাই) সকালে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এই রায় দেন।
এতে বলা হয়, মামলাটি যোগাযোগ ব্যবস্থায় কালো অধ্যায়। ফ্লাইওভারের নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তাকে দুটি ধারায় সাত বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
জানা যায়, মামলার ২৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছে ২২ জন। এছাড়া সাফাই সাক্ষ্য দিয়েছেন ৭ জন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে ১৩ জন নিহত হন।
(ঢাকাটাইমস/১০জুলাই/পিএস)

মন্তব্য করুন