মির্জাপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ

​​​​​​​মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ২২:১২| আপডেট : ১০ জুলাই ২০২৪, ২২:২৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা মীর রাহিব সেচ্ছাসেবক লীগ নেতা মীর হাসিব রেজার (নাইস) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাস, চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙা রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোহাগপাড়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাঁটুভাঙা রোডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খানের সভাপতিত্বে হাঁটুভাঙা ওড়াল সেতুর নিচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন ফালু, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিশির আহমেদ বিপ্লব, সজিব হোসেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার ( জুলাই) টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটোরিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিকের বড় ভাই মীর রাহিম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/১০জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা