ঢাকা চট্টগ্রাম বগুড়া রাজশাহী রংপুর ও গাজীপুরে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৮| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:৪৩
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো– রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, রংপুর ও গাজীপুর।

মঙ্গলবার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, 'চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এর মধ্যে ঢাকায় ৬ এবং রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করে।

রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হবে।’

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় কোটা সংস্কার আন্দোলনরতদের সাথে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম ও পথচারীর নাম মো. ফারুক। তাছাড়া রাজধানীর ঢাকা কলেজের সামনে সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা