সম্পাদক পরিষদ ও নোয়াব

সংঘাতময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তায় সব পক্ষকে দায়িত্ব নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ১২:২৪| আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৩:০৪
অ- অ+

দেশের সংঘাতময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি এবং পরিপূর্ণভাবে ইন্টারনেট সচলের দাবি জানায় সংগঠন দুটি।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম এবং নোয়াব সভাপতি এ কে আজাদের পাঠানো এ বিবৃতিতে বলা হয়েছে, দেশে সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) শোক ও সমবেদনা জানায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন>> ‘গুলিবিদ্ধ হয়ে ১০ মিনিট পড়ে ছিল সাংবাদিক হাসান মেহেদীর মরদেহ’

আরও পড়ুন>> সাংবাদিক হাসান মেহেদী হত্যার বিচার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

এতে আরও বলা হয়, সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলেও মনে করে সম্পাদক পরিষদ ও নোয়াব।

গত বৃহস্পতিবার রাত থকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এতে দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধে তথ্যগত ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়। এর ফলে গত কয়েকদিনে গুজব ও মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্তকে সম্পাদক পরিষদ ও নোয়াব সাধুবাদ জানায়। শিগগির পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমগুলোতে যেন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত থাকে, সেই দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় গতকাল পর্যন্ত সাংবাদিকসহ ১৯৭ জনের প্রাণহানি হয়েছে।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী (৩১)।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা