ঝিনাইদহে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৪:৪৬
অ- অ+

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় কলেজছাত্র মোটরসাইকেল চালক ইকবাল হোসেন (১৯) নিহত হয়েছে। এসময় সঙ্গে থাকা পারভেজ হোসেন নামে আরেক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল বাড়ি থেকে মোটরসাইকেলে হলিধানী বাজারের দিকে আসছিল। পথিমধ্যে বৈডাঙ্গা বাজারের ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত পারভেজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা