বোয়ালমারীতে জুট মিলের মেশিনে পেঁচিয়ে প্রাণ গেল শ্রমিকের
ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের ফিনিশার মেশিনের রোলারে পেঁচিয়ে রায়হান বিশ্বাস (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে একটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান বিশ্বাস সাতক্ষীরা জেলার তালা উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রায়হান বিশ্বাস সহযোগী শ্রমিক হিসেবে জনতা জুট মিলে যোগদান করে। ঘটনার দিন রাতে নিদিষ্ট কর্মঘণ্টা শেষে অতিরিক্ত সময় কাজ করছিল সে। কাজের শেষ দিকে একটি ফিনিশার মেশিন বন্ধ করে হাত দিয়ে মেশিন পরিষ্কার করতে গেলে যন্ত্রটির রোলারে পেঁচিয়ে যায় সে। এ সময় মাথাসহ তার শরীরের একটি অংশ রোলারে থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়েছে।এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রাজু বিশ্বাস বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন ।
এ বিষয়ে জানতে জনতা জুট মিলের জেনারেল ম্যানেজারকে (জিএম) একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন- পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঢাকাটাইমস/০১আগস্ট/পিএস
মন্তব্য করুন