অ্যাটর্নি জেনারেলসহ পিপি-এপিপির সব নিয়োগ বাতিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৮:১৪
অ- অ+

গণ আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে আপাতত ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্তমানে চলছে অন্তর্বর্তী সরকার গঠনে প্রক্রিয়া।

নতুন সরকার মানেই নতুন কিছু পরিবর্তন। সেই সূত্রে বাংলাদেশের বিচার অঙ্গনেও পরিবর্তন হতে যাচ্ছে। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলসহ উচ্চ আদালতের সকল কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সরকারি উকিলসহ (জিপি) অন্যান্য সকল আইন কর্মকর্তাদের বদল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে নতুন নিয়োগের প্রত্যাশায়। যদিও এখনো নতুন নিয়োগের ঘোষণাই আসেনি। এমনকি কর্মরত পিপি জিপিগণও এখনো কোনো ধরনের নোটিশ পাননি।

অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত আইনজীবীদের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।

বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল। তাকে শেখ হাসিনা সরকার নিয়োগ দেয়।

অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

আইন অনুযায়ী অর্থাৎ লিগ্যাল রিমেমব্রান্সারস ম্যানুয়াল ১৯৬০ মতে বর্তমানে নিযুক্ত পিপি জিপিদের মেয়াদ ৩ বছর।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা